অভিষেক প্রধান : আর মাত্র ১ দিন পর শুরু হচ্ছে দিল্লী দখলের লড়াই অর্থাৎ লোকসভা নির্বাচন । এখনও বিভিন্ন রাজনৈতিক দলগুলি একে ওপরকে তোপ দাগিয়ে যাচ্ছে। বুধবার রাম নবমীর শুভেচ্ছা জানিয়ে বিজেপিকে নিশানা করে কটাক্ষ করলেন রাহুল গান্ধী ও আখিলেশ যাদব। এদিন তাঁরা উত্তর প্রদেশের গাজিয়াবাদের কংগ্রেস প্রার্থী ডলি শর্মার সমর্থনে একটি সাংবাদিক সম্মেলন করেন।
উল্লেখ্য, ২০১৯ সালে কংগ্রেস পার্টি ডলি শর্মাকে এই আসন থেকেই টিকিট দিয়েছিল। তিনি প্রায় ১ লক্ষ ভোট পেয়েছিলেন। এদিন অখিলেশ বলেন, ‘আজ কৃষকরা দুঃখিত, ভারতীয় জনতা পার্টি যা বলেছে সবই মিথ্যে। দেখানো স্বপ্নগুলিও অসম্পূর্ণ। আমার পূর্ণ আশা আছে যে ভারত জোট সরকার গঠন করবে।
ডলি শর্মা বিজেপির অতুল গর্গের মুখোমুখি হবেন, যিনি একজন বিজেপি বিধায়ক এবং আগে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। ২০১৯ সালে, বিজেপির জেনারেল ভি কে সিং গাজিয়াবাদ থেকে প্রায় ৭ লাখ ৪৮ হাজার ভোটে জিতেছিলেন। পাশাপাশি রাহুল গান্ধী বলেন, একদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিজেপি গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে।
একই সঙ্গে কংগ্রেস সংবিধান বাঁচানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বা বিজেপি কেউই বিষয়টি নিয়ে কথা বলছেন না। আসন্ন নির্বাচনে আসন সংখ্যা সম্পর্কে, রাহুল গান্ধী বলেছেন যে আগে তিনি ভেবেছিলেন যে বিজেপি ১৮০টি আসন জিতবে, কিন্তু এখন তিনি মনে করেন যে বিজেপি ১৫০টি আসনে সীমাবদ্ধ থাকবে।
তিনি আরও বলেন, “আমরা প্রতিটি রাজ্য থেকে রিপোর্ট পাচ্ছি যে আমরা ভাল করছি। উত্তর প্রদেশে আমাদের জোট খুব শক্তিশালী এবং আমরা ভাল করব”।