Friday, September 20, 2024
spot_img
spot_img
Homeদেশমনমোহন সিং-এর প্রশংসা কেন্দ্রীয় সরকারের

মনমোহন সিং-এর প্রশংসা কেন্দ্রীয় সরকারের

সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করল কেন্দ্রীয় সরকার।দেশের অর্থনীতির উদারীকরণে মনোমোহনের ভূমিকা যে অনস্বীকার্য, সেটা মেনে নিল কেন্দ্র।একই সঙ্গে প্রশংসিত হলেন আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও-ও।মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৯ বিচারপতির বেঞ্চে চলছিল শুনানি।

মনমোহন সিং-এর প্রশংসা কেন্দ্রীয় সরকারের

সেখানেই তুষার মেহতা উল্লেখ করেন, একাধিক আইনে পরিবর্তন আসায় অর্থনীতিতে বড় প্রভাব পড়েছিল।এদিন শুনানি চলাকালীন ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্টের সমালোচনা করে ৯ বিচারপতির বেঞ্চ। এই প্রসঙ্গে তুষার মেহতা বলেন, পরিবর্তন এলেও আইডিআরএ আইনে কেউ কোনও পরিবর্তন আনেনি। তিনি আরও বলেন,

মনমোহন সিং-এর প্রশংসা কেন্দ্রীয় সরকারের

‘এই আইনের জন্য শিল্পের ক্ষেত্রে সরকারের একটা নিয়ন্ত্রণ আছে, তবে নিয়ন্ত্রণ মানে এই নয় যে সেই ক্ষেত্রে সরকার কোনও পরিবর্তন করতে পারে।’ সলিসিটর জেনারেল জানান, এই নিয়ন্ত্রণ রাখা হয়েছে দেশের স্বার্থেই। করোনা পরিস্থিতির কথা উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, এই নিয়ন্ত্রণ ছিল বলেই করোনা পরিস্থিতিতে স্যানিটাইজার তৈরি হওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হয়নি।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!