তীব্র গরমের জেরে রাজ্যে এগিয়ে আসছে গরমের ছুটি। নবান্ন সূত্রে খবর, রাজ্যে চলা দাবদাহ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন। তাঁর নির্দেশেই আবহাওয়া দপ্তরের সঙ্গে নবান্ন বৈঠক করে। সেই বৈঠকে জানা যায়, আগামী কয়েকদিন তীব্র গরম চলবে।
তার পরই মুখ্যমন্ত্রী গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। স্কুলে গরমের ছুটি আগে ৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। সব ঠিক থাকলে আগামী ২২ এপ্রিল অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই ছুটি শুরু হয়ে যাচ্ছে।