উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে বড়সড় বদল আনতে চলেছে সংসদ।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মঙ্গলবার জানিয়েছেন প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার সাধারণ ছাত্রছাত্রীরাও যাতে উত্তর দিতে পারে, সেই দিকটাও খেয়াল রাখা হচ্ছে।
অর্থাৎ, মুড়ি-মিছরির একদর যাতে না হয়ে যায় সেটাও দেখা হয়েছে। আবার সবার যাতে খুব খারাপ ফলাফল না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এবার উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ প্রশ্ন সহজ, সাধারণ হবে। ৩০ শতাংশ প্রশ্ন সামান্য জটিল হবে।
এবং ২০ শতাংশ প্রশ্ন থাকবে উচ্চমেধার জন্য। এক্ষেত্রে ‘অ্যাচিভার্স’ শব্দটি ব্যবহার করা হয়েছে সংসদের তরফে। বলা হয়েছে, তুলনামূলকভাবে কঠিন হবে এই ২০ শতাংশ প্রশ্ন। যা পডুয়াদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি যুক্তি ও বিশ্লেষণাত্বক দক্ষতাও পরখ করবে।