প্রবল গরমের মধ্য়েই রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এসএলএসটি নবম-দশমের চাকরিপ্রার্থীদের একটা অংশ।লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে ভোটপ্রার্থীদের কাছে প্রশ্ন তুলে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন তাঁরা। চাকরি প্রার্থীদের দাবি, আইনি জটিলতায় নিয়োগ আটকে আছে,
এ কথা সত্যি নয়। সরকার এ কথা বলে যে যুক্তি দিচ্ছে, সেটা ঠিক নয় বলেই দাবি তাঁদের।এসএলএসটি নবম-দশমের চাকরি প্রার্থীরা এদিন যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন মাথার ওপর চড়া রোদ আর প্রবল গরম। সেই গরমেই অসুস্থ হয়ে পড়েন একের পর এক চাকরি প্রার্থী।এসএসকেএম নিয়ে যাওয়া হয় তাঁদের।