Saturday, September 21, 2024
spot_img
spot_img
Homeজেলাশিক্ষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প করেছেন, বিজেপি শাসিত রাজ্যে তা নেই:...

শিক্ষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প করেছেন, বিজেপি শাসিত রাজ্যে তা নেই: ব্রাত্য

হেদায়তুল্লা পুরকাইত , ডায়মন্ড হারবার: বর্তমান রাজ্য সরকার শিক্ষকদের জন্য যা করেছে, তা বাম আমলে হয়নি। শিক্ষক নিয়োগ নিয়ে যে দু’-একটা কথা হচ্ছে, তা সরকারপক্ষ জানত না। কিছু মানুষ নিজে থেকে এরকম কাজ করেছেন। তার দায় সরকারের নয়। মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার সরিষা হাই স্কুল মাঠে রাজ্য শিক্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প করেছেন, বিজেপি শাসিত রাজ্যে তা নেই: ব্রাত্য

দেশজুড়ে লোকসভা নির্বাচনের জন্য যখন গ্রীষ্মের প্রখর রৌদ্রের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচার শুরু করেছে জোরকদমে, তখন পিছিয়ে নেই রাজ্য তৃণমূল কংগ্রেস শিক্ষক সংগঠনও। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে যাতে শিক্ষকরা পথে নামেন, তার জন্য ডায়মন্ড হারবার সরিষা হাই স্কুল মাঠে রাজ্য তৃণমূল কংগ্রেস শিক্ষক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প করেছেন, বিজেপি শাসিত রাজ্যে তা নেই: ব্রাত্য

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলার তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। সম্মেলনে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষকদের জন্য যা করেছেন, তা বাম আমলে হয়নি। অবসরের পর শিক্ষকরা যাতে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পেনশন পান,

শিক্ষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প করেছেন, বিজেপি শাসিত রাজ্যে তা নেই: ব্রাত্য

সেই ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ, অসমে নেই। নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের ছবি নিয়ে কলকাতার নেতাজি ইন্ডোরে শিক্ষকদের নিয়ে এমন সভা হবে যে বামপন্থী শিক্ষক সংগঠনের ঘরের তালা খোলার লোক থাকবে না। তিনি আরও বলেন, সরকার আগামীদিনে শিক্ষকদের জন্য আরও কী ভেবে রেখেছে, তা বলতে পারতাম।

শিক্ষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প করেছেন, বিজেপি শাসিত রাজ্যে তা নেই: ব্রাত্য

কিন্তু এখন নির্বাচন বিধি আছে, তাই বলতে পারব না।এদিন সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব-সহ ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সামিম আহমেদ প্রমুখ।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!