বিজ্ঞাপন নিয়ে নয়া নীতি আনতে চলেছে পুরসভা।পুরসভা সূত্রে খবর, বিজ্ঞাপন নিয়ে কলকাতাকে তিনটে জোনে ভাগ করা হচ্ছে। এর মধ্যে একটি নো অ্যাডভার্টাইজমেন্ট জোন। যেখানে লাগানো যাবে না কোনওরকম বিজ্ঞাপন।অন্যদিকে, একটি থাকছে গ্রিন জোন।
সেখানে শুধুমাত্র পুরসভার অনুমতি নিয়েই বিজ্ঞাপন লাগানো যাবে। আরেকটি প্রাইভেট হোর্ডিং ফ্রি জোন। তৃতীয় জোনের রাস্তাগুলোতে শুধুমাত্র সরকারি বিজ্ঞাপন লাগাতে অনুমতি দেওয়া হবে। পুরসভা সূত্রে খবর, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিটকে এই প্রাইভেট হোর্ডিং ফ্রি জোনের মধ্যে রাখা হয়েছে।