রামনবমী নিয়ে বাংলায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই শহরের সব সংবেদনশীল এবং ধর্মীয় স্থানকে সিসি ক্যামেরায় মোড়ার জন্য সংশ্লিষ্ট থানাগুলিকে নির্দেশ দিল লালবাজার।প্রত্যেকটি থানা এলাকার কোথায় কোথায় ওই ক্যামেরা বসানোর দরকার আছে সেটা নিয়ে কদিন আগে তথ্য জানতে চেয়েছিলেন পুলিশের শীর্ষকর্তারা।
তাই থানাগুলির পক্ষ থেকে সেই তথ্য লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্যে উল্লেখ করা হয়েছে, কমপক্ষে ২৫০টি জায়গায় সিসি ক্যামেরা বসানো দরকার। তারপরই সংবেদনশীল এবং ধর্মীয় স্থানের চারদিকে ক্যামেরা বসানোর জন্য ডেপুটি পুলিশ কমিশনারদের বলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।