টানা পাঁচটি ম্যাচ হেরে চাপে বিরাট কোহলিরা।এবার আরও বড় ধাক্কা খেল আরসিবি। হঠাৎই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অনির্দিষ্টকালের বিরতিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা।তিনি জানান, শারীরিক এবং মানসিকভাবে তিনি ক্লান্ত। সেই কারণেই আপাতত সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
চলতি আইপিএলে ব্যাট হাতে ডাহা ব্যর্থ ম্যাক্সওয়েল। সানরাইজার্স ম্যাচে দলে নিজের জায়গা খোয়ান। তাঁর জায়গায় খেলেন উইল জ্যাকস। ম্যাচ শেষে জানান, ডু”প্লেসিকে তিনিই বলেছিলেন তাঁর জায়গায় অন্য কাউকে সুযোগ দিতে। হায়দরাবাদের কাছে হারের পর ব্রেক নেওয়ার কথা নিজেই জানান। তবে আবার কবে আইপিএলে ফিরবেন সেই বিষয়ে কিছু জানাননি অজি তারকা।
ম্যাক্সওয়েল বলেন, “আমার জন্য সিদ্ধান্তটা সহজ ছিল। আগের ম্যাচের পর আমি নিজে ফাফ এবং কোচদের বলি আমার জায়গায় অন্য কাউকে সুযোগ দিতে। আগে আমি এরকম পরিস্থিতিতে ছিলাম। এইসময় খেলা চালিয়ে যাওয়া আরও খারাপ। আমার মনে হয় শারীরিক এবং মানসিক বিরতির জন্য এটাই সেরা সময়।
প্রয়োজনে এমন সময় ফিরব যাতে আমি পার্থক্য গড়ে দিতে পারি। পাওয়ার প্লের পরই আমাদের সমস্যা হচ্ছে। গত কয়েক বছরে এই জায়গাটা আমি নিয়ে নিয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছে এবার ব্যাট হাতে আমি পারফর্ম করছি না। আমরা টেবিলে যে পজিশনে আছি, অন্য কারোর সুযোগ পাওয়া উচিত।”