প্রদীপকুমার সিংহ, সোনারপুর: তীব্র দাবদাহে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সোনারপুরে এক বৃদ্ধা বাড়ি থেকে বেরিয়েছিলেন নিজের কাজে। কিন্তু অটোতে যাওয়ার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল তাঁর।অটোচালকের প্রচেষ্টায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সোনারপুর গ্রামীণ হাসপাতালে।
মৃতার পরিচয় জানতে সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি শেয়ার করেন অটোচালকরা। সেই সূত্র ধরেই মৃতার পরিচয় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।সোনারপুর থানার পুলিশ জানায়, মৃতার নাম শেখ শাকিলা বিবি (৬২)।
স্বামী প্রয়াত আকবর আলি। তিনি সোনারপুরেরই দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন চৌহাটির উদ্দেশে পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন তিনি। আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অটোচালক ও সহযাত্রীরা তাঁকে সুভাষগ্রামে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। ইতিমধ্যে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। অটোচালক ও সহযাত্রীরা জানান, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা।