শিয়ালদহ মেইন ও শিয়ালদহ-বনগাঁ শাখায় টানা ২০ দিন বাতিল একাধিক লোকাল। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, যাত্রী পরিষেবার স্বার্থে ব্যালাস্টহীন ট্র্যাক সংস্কারের কাজ চলবে। এছাড়াও বেশ কয়েকটি প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও ওভারহেড তারের কাজও হবে।
সেই কারণেই আগামী ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হবে কিছু ট্রেন।কয়েকটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। টানা ২০ দিন ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র উৎকণ্ঠা তৈরি হয়েছে। রেলের কথায়, উন্নত রেলপরিষেবার স্বার্থেই এই পদক্ষেপ।