কাশ্মীরের ঝিলম নদীতে যাত্রী বোঝাই নৌকা উল্টে মৃত্যু হল ৪ জনের, নিখোঁজ বহু।আপাতত উদ্ধারকাজে নেমেছে কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনী।সূত্রের খবর, মঙ্গলবার নৌকায় চেপেছিলেন বহু যাত্রী। তাঁদের মধ্যে একটা বড় অংশই ছিল পড়ুয়া। মূলত দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ছিলেন ওই নৌকায়।
ঝিলম নদীতে আচমকাই নৌকাটি উলটে যায়। ডুবে যান যাত্রীরা।নৌকাডুবির খবর পেয়েই উদ্ধারকাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঝিলম নদীতে ডুবে যাওয়া চারজনের দেহ উদ্ধার হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও সাতজনকে।
তার মধ্যে তিনজনকে ভরতি করা হয়েছে হাসপাতালে। এখনও চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে এখনও তল্লাশি চলছে ঝিলম নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে।তবে ডুবে যাওয়া নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। কতজন ডুবে গিয়েছেন, সেই সংখ্যাও জানা যায়নি। তবে এখনও অনেকজন নিখোঁজ বলেই মত আধিকারিকদের।