চলতি আইপিএলেই মুম্বইয়ের বিরুদ্ধে ২৭৭ রান তুলেছিল হায়দরাবাদ। হেনরিক ক্লাসেন, অভিষেক শর্মারা তুলোধোনা করে ছেড়েছিলেন মুম্বই বোলারদের। সেটাই ছিল আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিলেন অভিষেক শর্মারা। সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁরা তুললেন ২৮৭ রান।
৪১ বলে ১০২ রান করেন ট্রেভিস হেড। শেষ দিকে ঝড় তোলেন ক্লাসেন, মার্করাম, আবদুল সামাদরা।এবার পরবর্তী লক্ষ্যও ঠিক করে ফেললেন ট্রেভিস হেড। ম্যাচের পরে তিনি বলেন, “দলের রানের সামনে একটা তিন দেখতে পেলে মন্দ হয় না। আমাদের কাছে ক্লাসেন, সামাদ, নীতীশের মতো ক্রিকেটার আছে।
মাঝের সারিতে চালিয়ে খেলার মতো প্লেয়ারও তৈরি। আমরা আরেকটু চেষ্টা করলে সেটা অসম্ভব হবে না। তবে সব সময় বড় রান তোলা সহজ নয়। তাই আমরা প্রতিটা ম্যাচ ধরে এগোতে চাই।” যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ রান তোলার রেকর্ড আগেই তৈরি হয়ে গিয়েছে। গত বছর নভেম্বরে চিনের হ্যাংঝৌ এশিয়ান গেমসে ৩১৪ রান করেছিল নেপাল। তাদের প্রতিপক্ষ ছিল মঙ্গোলিয়া।