‘আমি কোনও জঙ্গি নই, আমি অরবিন্দ কেজরিওয়াল’, দেশবাসীর উদ্দেশে এমনটাই বার্তা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তাঁর সঙ্গে জেলে সাক্ষাৎ করতে যান আপ নেতা সন্দীপ পাঠক ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সেখান থেকে বেরিয়ে মান বলেন, “জেলের মধ্যে একজন দাগি অপরাধীকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেটুকুও দেওয়া হচ্ছে না কেজরিওয়ালকে।
ওনার দোষটা কোথায়? আসলে জেলের মধ্যে কেজরির মনবল ভাঙার সবরকম চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।” এই পরিস্থিতির মাঝেই জেলবন্দি কেজরির বার্তা তুলে ধরেন আপ সাংসদ সঞ্জয় সিং। তাঁর অভিযোগ, “জেলে কেজরিওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে।”
আপ সাংসদ সঞ্জয় সিংয়ের অভিযোগ, বিজেপি ও প্রধানমন্ত্রী ঘৃণা ও প্রতিহিংসাপরায়ণ হয়ে কেজরিওয়ালের সঙ্গে জঙ্গির মতো আচরণ করছেন। যার জন্য ওনার পরিবার এমনকী পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে দেখা করতে গেলে কাঁচের ওপার থেকে কথা বলতে দেওয়া হচ্ছে।
এই ধরনের আচরণ করে প্রধানমন্ত্রী চাইছেন আপ ও কেজরিওয়ালের মনোবল ভেঙে দিতে। এই ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে আপের তরফে। এসব করে কেজরিওয়ালকে দমাতে পারবে না ওরা।