রাজ্যে আসছে আরও ২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।প্রথম দফা নির্বাচনে ২৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন হবে। কমিশন দাবি করেছিল, তারা প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী দেবে। সেই মোতাবেক প্রায় ২৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে যারা প্রতি বুথে থাকবেন ভোটের কাজের জন্য।
পরে আরও ২২ কোম্পানি আসবে। যদিও তা প্রথম দফার ভোটের পর। ২০ এপ্রিল রাজ্যে থাকবে তারা।এছাড়া কমিশন সূত্রে খবর, ওয়েব কাস্টিং না হলে মাইক্রো অবসার্ভার থাকবে। ১৫ এপ্রিলের মধ্যে সব বাহিনী পৌঁছে যাবে। ১০০ শতাংশ বুথে থাকবে বাহিনী, দাবি কমিশনের।
যদিও ৩৫০ কোম্পানি বাহিনী প্রয়োজন ছিল সব বুথে বাহিনী দেওয়ার জন্য। কমিশনের যুক্তি, যেহেতু একসঙ্গে বহু বুথে ভোট। ফলে সব মিলিয়ে হিসাব করেই বাহিনী রাখা হচ্ছে।