রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর সম্পর্কে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার ভোট প্রচারে দিনহাটায় গিয়েছিলেন শুভেন্দু। এই দিনহাটারই তিনবারের বিধায়ক উদয়ন গুহ। সেখানে সভায় দাঁড়িয়ে তিনি বলেন, ২১ সালে ভোটের আগে আমার হাত ধরেছিল, বিজেপিতে যোগদান করবে বলে।
কার্যত দিন-ক্ষণ, স্থান উল্লেখ করে শুভেন্দু বলেন, ২০২১-এর ফেব্রুয়ারি মাস। বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে আমার হাত ধরেছিলেন। এরপরই বিরোধী দলনেতা বলেন, “উদয়নের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে।”
এই দাবি অবশ্য পুরোপুরি অস্বীকার করেছেন উদয়ন গুহ। তিনি বলেন, “সে তো আমিও অনেক কথা বলতে পারি। দিন ক্ষণ স্থান ধরে বলে দিতে পারি। কিন্তু বললেই তো হল না, একটা প্রমাণ দেখান। আর যদি বলে থাকি, তাহলে ২১ সালে বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে এসে এই কথাটা কেন বলেননি?”
উদয়ন আরও বলেন, “যাওয়ার কথা ভাবলে বিজেপির অন্য নেতাদের সঙ্গে কথা বলতাম, ওর হাত ধরার আমার কী প্রয়োজন ছিল!”