চলতি আইপিএলের প্রথম চারটি ম্যাচ একেবারেই ভালো যায়নি মিচেল স্টার্কের।কিন্তু নববর্ষের ইডেনে বল হাতে সমস্ত সমালোচনার জবাব দিলেন তিনি। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৮ রান। সঙ্গে তুলে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ভয়ংকর হয়ে ওঠা পুরানকে ফেরালেন।
দুর্ধর্ষ ডেলিভারিতে বোল্ড করলেন আর্শাদ খানকে। শাহরুখ খানও প্রশংসা করলেন দলের সবচেয়ে দামী বোলারের। অথচ তিনিই প্রথম দুটি ম্যাচে ৮ ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ১০০ রান।দুরন্ত পারফরম্যান্সের পর মুখ খুললেন নাইটদের বাঁ হাতি বোলার। জানালেন আগের চার ম্যাচের ব্যর্থতার কারণও।
তাঁর মতে, “আমি শেষ কয়েক বছরে টি-টোয়েন্টি ক্রিকেট সেভাবে খেলিনি। তাই ফর্মে ফিরতে আমার বেশ কিছুটা সময় লাগল। তবে এবার আমার খেলায় সেই পুরনো ছন্দই দেখা যাবে।” ঠিক কীভাবে বদল এল তাঁর ফর্মে? স্টার্ক বলেন, “আমি সবসময় চাই ব্যাটারের কাছে বল ফেলে সুইং করাতে।
প্রথম দিকে সেটাই চেষ্টা করছিলাম। কিন্তু পরে বুঝলাম পিচে সেরকম সুইং নেই। তাই ব্যাটারের থেকে বল দূরে ফেলে গতির হেরফের করছিলাম।”