চোটের কবলে লখনউ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব।তাঁর মাঠে ফেরা নিয়ে চলছে জল্পনা।এর মধ্যেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল এবং দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার নতুন পেস সেনশেসন সম্পর্কে আপডেট দিলেন। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল আবার মায়াঙ্ক সম্পর্কে বলেন, ”ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মায়াঙ্ক।
তবে মায়াঙ্ককে নিয়ে আমরা তাড়াহুড়ো করতে রাজি নই। ওর শরীরকে আগে রক্ষা করতে হবে। প্রত্যাবর্তনের আগে একশো শতাংশ ফিট কিনা নিশ্চিত হতে হবে।” দলের হেড কোচ ল্যাঙ্গার বলেন, ”পরবর্তী দুটো ম্যাচে খেলতে পারবে না মায়াঙ্ক। সেরে উঠছে ও। ১৯ এপ্রিল চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবে মায়াঙ্ক।”
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র এক ওভার বল করার পরেই তলপেটের পেশিতে টান ধরেছিল মায়াঙ্কের। যে মায়াঙ্ক ঘণ্টায় দেড়শো কিলোমিটারের উপরে গতি তুলেছেন অবলীলায়, সেই তিনিই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৪০ কিমি গতি তুলতে গিয়ে সমস্যায় পড়েছেন। আপাতত ময়ঙ্ককে নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে লখনউ সুপার জায়ান্টস।