হোন না তিনি জেলবন্দি৷ তবুও তিনি এখনও দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান৷ সেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জেলে একজন দাগি অপরাধীর ন্যায় আচরণ করছে জেল প্রশাসন৷ দেওয়া হচ্ছে না প্রাপ্য সুযোগ সুবিধাও৷ এমনটাই অভিযোগ করা হল দিল্লির শাসকদল আপের তরফে৷
শনিবার আপ নেতা সঞ্জয় সিং অভিযোগ করে বলেন, কেজরিওয়ালের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে।তার পরিবারকে তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। তাদের শুধুমাত্র জানালার মাধ্যমে তার সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। এটি অমানবিক।
এমনকি কট্টর অপরাধীদেরও ব্যক্তিগতভাবে বৈঠক করার অনুমতি দেওয়া হয়” সঞ্জয় সিংয়ের অভিযোগ, বিজেপির নির্দেশে জেলবন্দি কেজরিওয়ালের উপর অত্যাচার চালানো হচ্ছে। আর সেটা করা হচ্ছে মানসিকভাবে চাপে ফেলার জন্য।প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রীকে ২১ মার্চ গ্রেপ্তার করে ইডি।
আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে, কেজরি নিজের গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। আগামী ১৫ এপ্রিল ওই মামলার শুনানি সুপ্রিম কোর্টে। এর আগে দিল্লি হাই কোর্ট কেজরির আবেদন খারিজ করে দিয়েছিল।