Saturday, September 21, 2024
spot_img
spot_img
Homeখেলাবিশ্বকাপে ভারতের উইকেট কিপারের দায়িত্বে কে? বেছে নিলেন গিলক্রিস্ট

বিশ্বকাপে ভারতের উইকেট কিপারের দায়িত্বে কে? বেছে নিলেন গিলক্রিস্ট

আইপিএল শেষ হলেই বেজে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা।এই বিশ্বকাপে ভারতের উইকেট কিপারের দায়িত্ব কে সামলাবেন? এবার ভারতীয় দলে তাঁর পছন্দের কিপারকে বেছে নিলেন কিংবদন্তি অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।বিশ্বকাপে ভারতীয় দলের উইকেট কিপার হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রাখছেন তিনজনকে।

বিশ্বকাপে ভারতের উইকেট কিপারের দায়িত্বে কে? বেছে নিলেন গিলক্রিস্ট

তাঁরা হলেন সঞ্জু স্যামসন, ঈশান কিষান এবং ঋষভ পন্থ। চলতি আইপিএলে তিন কিপারই ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিচ্ছেন। দুর্ঘটনা থেকে ফিরে ধীরে ধীরে পুরনো ছন্দে দেখা যাচ্ছে ঋষভকে। লখনউয়ের বিরুদ্ধে ২৪ বলে বিধ্বংসী ৪১ রান করেন দিল্লি অধিনায়ক। ঈশান কিষান এই মুহূর্তে মুম্বই দলের সর্বোচ্চ রান স্কোরার।

বিশ্বকাপে ভারতের উইকেট কিপারের দায়িত্বে কে? বেছে নিলেন গিলক্রিস্ট

তবে সবচেয়ে ভালো ফর্মে আছেন সঞ্জু স্যামসন।৬ ম্যাচে ২৪৬ রান করেছেন রাজস্থান অধিনায়ক। তার মধ্যে আছে ৩টি অর্ধশতরান।অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার-উইকেট কিপারের মতে, “আমার মনে হয় ঋষভ পন্থ অবশ্যই দলে থাকবে। তার সঙ্গে আমি সঞ্জু স্যামসনকেও দলে রাখতে চাই।

বিশ্বকাপে ভারতের উইকেট কিপারের দায়িত্বে কে? বেছে নিলেন গিলক্রিস্ট

নিঃসন্দেহে ঈশানও এই মুহূর্তে ভালো ছন্দে আছে। তবে আমি এগিয়ে রাখব ঋষভকে। এখনও যদি ওকে দলে না নেওয়া হয়, তাহলে দ্রুত ওকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।” যদিও নির্বাচকদের কাজটা কঠিন বলেই মনে করেন গিলক্রিস্ট।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!