লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। শুক্রবার প্রথম দফায় বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে নির্বাচন। তার আগে শনিবার কোচবিহারের সিতাইয়ে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে জনসভা করলেন অভিষেক। সেখান থেকে পাচার থেকে অনুপ্রবেশ, সমস্ত ইস্যুতেই কেন্দ্রকে নিশানা করেন তিনি।
একহাত নেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে।বারবার রাজ্যের তরফে কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ করা হয়েছে। এমনকী জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগের পরও আবাসের বাড়ি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছিলেন, আবাসের বাড়ি থাকলে এত ক্ষতি হত না। এদিন অভিষেক বলেন, আর আবাসের জন্য কারও অপেক্ষা করতে হবে না। আসন্ন নির্বাচনে কোচবিহারে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে জেতালে ডিসেম্বরের মধ্যে এলাকার বাসিন্দাদের আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।