বৈশাখের শুরুতেই আবারও ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা।হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। ৪০ ডিগ্রি অবধি পৌঁছে যেতে পারে এ মরসুমের গরম আবারও।
ভরদুপুরে সতর্ক হয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে রোজই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।