কাল থেকে প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী।বিজেপি সূত্রে খবর, এদিন আলিপুরদুয়ার, দোসরায় সোমবার জলপাইগুড়ি এবং তেসরায় মঙ্গলবার কোচবিহারে প্রচারে যাবেন তিনি।
প্রতি দিনই একটি করে রোড-শো এবং একটি করে সভা করবেন তিনি।দ্বিতীয় দফার ভোটে ২০ তারিখ বালুরঘাটে যাওয়ার কথা মিঠুনের।