প্রবল বিতর্কের পর অবশেষে কড়া পদক্ষেপ। দোলের দিনে মেট্রোয় ‘অশ্লীল’ ভিডিও বানানো দুই তরুণীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, গত মাসে দিল্লির নেতাজি সুভাষ প্লেস মেট্রো স্টেশনের কাছে অশ্লীল ভিডিও বানানোর অভিযোগে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি মেট্রোর তরফে পুলিশের কাছে এই ঘটনার তদন্তের আর্জি জানানো হয়েছিল। গত ২ এপ্রিল মেট্রো কর্তৃপক্ষের তরফে চিঠি লিখে পুলিশের কাছে তদন্তের আবেদন জানানো হয়। ৮ এপ্রিল অভিযোগ দায়ের হয় ওই দুই তরুণীর বিরুদ্ধে।
তার পরই গ্রেপ্তারির পথে হাঁটে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, গ্রেটার নয়ডায় বাড়ি ওই তরুণীদের। সেখানকার পুলিশের সহায়তার তাঁদের খুজে বের করা হয় ও গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য একাধিক শর্তে জামিন পেয়েছেন অভিযুক্তরা।