উত্তরবঙ্গে এবার জোড়া সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিজেপি সূত্রে খবর, আগামী ১৬ এপ্রিল বালুরঘাট ও রায়গঞ্জ-দুই লোকসভা কেন্দ্রে পরপর সভা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২.৩০ থেকে বালুরঘাট রেলওয়ে স্টেশন গ্রাউন্ড ও বিকেল ৪.১৫ থেকে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে সভা করবেন মোদি।
ওই দিন উত্তরবঙ্গে তিন কেন্দ্রে শেষ নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন আলিপুরদুয়ারে সভা ও শিলিগুড়িতে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।