Saturday, September 21, 2024
spot_img
spot_img
Homeরাজ্যপ্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা কমিশনের

প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা কমিশনের

লোকসভা ভোটে বাংলায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, তা নিয়ে বিস্তর চর্চা চলেছে বিগত কয়েকদিনে। তবে প্রথম দফার ভোটে বাংলায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা নির্বাচন কমিশনের।প্রথম দফায় বাংলায় ভোট রয়েছে তিনটি আসনে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার।

প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা কমিশনের

এই তিন দফার জন্য ২৬৩ কোম্পানি বাহিনী মোতায়েনের প্ল্যানিং রয়েছে কমিশনের। তার মধ্যে কোচবিহারে ১১২ কোম্পানি, জলপাইগুড়িতে ৮৮ কোম্পানি ও আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।এর মধ্যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বুথগুলিতে ৫৪৪.৫ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভাবনা রয়েছে কমিশনের।

প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা কমিশনের

স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকবে ৩ সেকশন বাহিনী। কুইক রেসপন্স টিম থাকবে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর আলিপুরদুয়ার লোকসভা আসনে মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ১০৭৭টি। তার মধ্য়ে এক বুথের ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৮৬৯টি।কোচবিহারের ক্ষেত্রে আবার ৯৭৭.৫ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা কমিশনের

সেক্ষেত্রে স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রাখা হতে পারে ৩ সেকশন বাহিনী ও বাকি ২৭ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে কুইক রেসপন্স টিমে। কোচবিহারে মোট ১৮৯৮টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে, তার মধ্য়ে এক বুথের ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ১৩৪২টি।আবার জলপাইগুড়ির ক্ষেত্রে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে মোট ৭৫৮ সেকশন বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে কমিশনের।

প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা কমিশনের

বাকি ৬ সেকশন স্ট্রং রুমে ও ২৮ সেকশন কুইক রেসপন্স টিমে মোতায়েন করার ভাবনা নির্বাচন কমিশনের। এর পাশাপাশি রাজ্য পুলিশেরও ১০ হাজার ৮৭৫ জন পুলিশকর্মী প্রথম দফায় মোতায়েনের পরিকল্পনা রয়েছে কমিশনের। অর্থাৎ, এখনও পর্যন্ত কমিশনের যে প্রাথমিক পরিকল্পনা, তাতে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকার সম্ভাবনার আভাস মিলছে।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!