১০ দিন ধরে নিখোঁজ থাকার পর ডায়মন্ড হারবারের বিজেপি পঞ্চায়েত সদস্যর নিখোঁজ ছেলের খোঁজ মিল পুরীতে।বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার দাবি, বুধবার রাতে কিশোরের পরিচিতের কাছে একটি ফোন আসে। সেই ফোনের সূত্র ধরে পুরীতে যান তার পরিবারের লোকজন।
উদ্ধার করা হয় ওই কিশোরকে। খোঁজ মিললেও এই ঘটনায় এখনও রহস্যের জট কাটেনি। তবে সে বর্তমানে কথা বলার পরিস্থিতিতে নেই বলেই দাবি শঙ্কুদেবের। গোটা ঘটনাটি শিশু সুরক্ষা কমিশন এবং কলকাতা হাই কোর্টেও জানানো হবে বলেই জানান বিজেপি। কিশোর নিখোঁজের ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবিও জানানো হয়েছে।
এদিকে কিশোরকে কে পুরীতে নিয়ে গেল, কেনই বা নিয়ে গেল – তা নিয়ে এখনও জটিলতা কাটেনি। এই ঘটনা নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে চলছে জোর কাটাছেঁড়া।যদিও তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “মানুষের আশীর্বাদ পান না বলেই এসব নাটক করছে বিজেপি।”