বান্টি মুখার্জি, ক্যানিং: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম খোকন কয়াল (২২)। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং-বারুইপুর রোডের হেলিকপ্টার মোড় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানার অন্তর্গত বেতবেড়িয়া রেল কলোনির যুবক হাসিবুর সেখ এদিন বাইক চালিয়ে ক্যানিংয়ের দিকে যাচ্ছিলেন।
বাইকের পিছনে বসেছিল তাঁর বন্ধু খোকন কয়াল।হেলিকপ্টার মোড় এলাকায় আচমচা দ্রুতগতির বাইকের ব্রেক চাপেন হাসিবুর। মুহূর্তে বাইক থেকে ছিটকে পড়েন পিছনে বসে থাকা খোকন। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকেন। হাবিবুর আঘাত পান। ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে দু’জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে খোকনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
অন্যদিকে, সঙ্গী হাসিবুর অকপট স্বীকারোক্তিতে জানিয়েছেন, দু’জনেই মদ্যপ অবস্থায় ছিল। আমচকা ব্রেক কষতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ক্যানিং থানার পুলিশ হাসিবুরকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেছে ক্যানিং থানার পুলিশ।