একুশের নির্বাচনে তিনি বিজেপির হয়ে লাগাতার প্রচার করে গিয়েছেন। প্রচারের পাশাপাশি কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের মনোবল চাঙ্গা করেছেন। কিন্তু তাতে ফলে খুব একটা সুবিধা করতে পারেনি বিজেপি। রাজ্যে ২০০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল।
তবু ‘স্টার ক্যাম্পেইনার’ লোকসভা নির্বাচনে তাঁকে রাখছে বিজেপি।গেরুয়া শিবিরের হয়ে উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করতে চলেছেন মিঠুন। জানা গিয়েছে, আগামী ১৪ এপ্রিল থেকে টানা তিনদিন তিনি উত্তরবঙ্গ সফর করবেন। রাজ্যে ১৯ এপ্রিল প্রথমদফার ভোট।
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই তিন জেলায় হবে ভোট। এই তিন কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা ও জয়ন্ত রায়ের হয়ে তিনি রোড শো ও জনসভা করবেন। পাশাপাশি তিনি সাংগঠনিক বৈঠকও করবেন।