দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আগেই কেসিআর কন্যা কে কবিতাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার তাঁকে ওই মামলাতেই গ্রেপ্তার করল অপর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে দিল্লি আবগারি মামলায় ১৫ মার্চ গ্রেপ্তার করেছিল ইডি।
এই মামলায় গত বছর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপরে দু’বার তলব করা হলে, সেই তলব এড়িয়ে যান তিনি। মার্চে গ্রেপ্তার করা হয় কবিতাকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে তাঁর জেল হেফাজতের মেয়াদ বেড়ে হয়েছে ২৩ এপ্রিল পর্যন্ত।
আদালতের উদ্দেশে লেখা চিঠিতে কবিতা লেখেন,কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে মিডিয়া ট্রায়াল চলছে। এতে তাঁর সামাজিক সম্মান ক্ষুন্ন হচ্ছে। তাঁর ব্যক্তিগত এবং রাজনৈতিক কেরিয়ারকে টার্গেট করা হচ্ছে। এদিন তাঁকে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করল সিবিআই।