বিশ্ব সমাচার, জয়নগর: জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাদ হালদার মনে করেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে এখন গণতন্ত্র সম্পূর্ণভাবে বিপর্যস্ত। শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গ্রামগঞ্জের মানুষ ভিনরাজ্যে কর্মসংস্থানের জন্য যাচ্ছে। তাঁদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
আমাদের রাজ্যে কাজের ব্যবস্থা করতে হবে। সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও ভালো করতে হবে। নদীবাঁধগুলো কংক্রিটের করার উদ্যোগ নিতে হবে। সেচের কাজ ঠিকমতো হচ্ছে না বলে চাষির ফসল মার খাচ্ছে। তাই সেচের উন্নতি করতে হবে। গরমকালে গোসাবা সহ বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট দেখা দেয়।
সেই সংকট দূর করতে হবে। মেঘনাদবাবু বলেন, এই কথাই ভোটারদের কাছে বলব। এই এলাকা থেকে গত পাঁচ বছরের যে সাংসদ ছিলেন, তিনি সংসদে বোবা ছিলেন। কোনও কথা সংসদে বলতে পারেননি। যদি হায়ার অথরিটি মুখ খোলার পারমিশন না দেয়, তাহলে কথা বলতে পারবে না।
কিন্তু আমাদের কথা বলার জন্যই সংসদে পাঠানো হচ্ছে। হিংসামুক্ত রাজনীতিতে যদি বাঁচতে চান, তাহলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানাব মানুষকে।