লোকসভা নির্বাচনে কন্যা রোহিণী আচার্যকে প্রার্থী করলেন লালু। পাশাপাশি ২ বার লোকসভা নির্বাচনে হারের পর এবারও টিকিট পেলেন লালুর আর এক কন্যা মিশা ভারতী।লোকসভা নির্বাচন উপলক্ষে ৪০ আসনের বিহারে ২২ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আরজেডি। সেখানেই দেখা গেল, দুবছর আগে অসুস্থ লালুকে কিডনি দান করা কন্যা রোহিণীকে প্রথমবার টিকিট দিয়েছে দল।
সারণ কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে তাঁকে। পাশাপাশি পাটলিপুত্র কেন্দ্রে এবারও প্রার্থী করা হয়েচেহ মিসাকে। এই কেন্দ্রে একদা লালুর বিশ্বাসভাজন বর্তমানে বিজেপি নেতা রামকৃপাল যাদবের কাছে ২ বার ভোটে হেরে ছিলেন মিসা। উল্লেখ্য, বিহার রাজ্যে এবার ইন্ডিয়া জোটের অধীনে লড়ছে বিরোধী শিবির।
৪০ লোকসভা আসনের এর রাজ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে আরজেডি। তাদের আসন সংখ্যা ২৬। এছাড়া ৯ আসন কংগ্রেস, সিপিআইএমএল ৩, সিপিএম ১, সিপিআই ১ টি আসনে লড়বে। উল্লেখ্য, বিহার রাজ্যে এবার ৭ দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন।