ফের ধাক্কা কেজরিওয়ালের।বুধবার তাঁর আবেদন শুনলই না শীর্ষ আদালত। ফলে সপ্তাহভর কেজরিওয়ালকে জেলেই কাটাতে হবে।কেন্দ্রীয় এজেন্সির বিরোধিতা করে কেজরিওয়াল এর আগে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তবুও তাঁকে জোর করে আবগারি দুর্নীতি মামলায় ফাঁসাচ্ছে ইডি।
বলা হচ্ছে, তিনিই এই কেলেঙ্কারির ‘কিংপিন’ তথা মূল পাণ্ডা।এই পরিস্থিতিতে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে দায়ের করা হয়েছিল পিটিশন। দীর্ঘ শুনানির পর উচ্চ আদালতের তরফে জানানো হয়, কেজরির আবেদন মোটেই জোরালো নয়। হাই কোর্টে ধাক্কা খাওয়ার পর এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী।
কিন্তু সেই আবেদন বুধবার শোনা হল না। এদিকে বৃহস্পতিবার ইদ। শুক্রবার স্থানীয় ছুটি। আর তার পর সপ্তাহান্তে শনি-রবি আদালত এমনিতেই বন্ধ। ফলে আগামী সোমবারের আগে কেজরিওয়ালের আর্জি শোনা হবে সুপ্রিম কোর্টের। যার ফলে এই কদিনও তাঁকে তিহাড়েই কাটাতে হবে।