একা অজিত পওয়ার নন, বিজেপির সঙ্গে হাত মেলাতে রাজি ছিলেন শরদ পওয়ারও। লোকসভা ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপি (অজিত পওয়ার) গোষ্ঠীর নেতা প্রফুল্ল প্যাটেল।প্রফুল্ল প্যাটেল বলেন, ”অজিত পওয়ার সদলবলে গত বছর ২ জুলাই মন্ত্রিসভায় শপথ নিলেন। আমরা ১৫ এবং ১৬ জুলাই শরদ পওয়ারের সঙ্গে দেখা করলাম।
তাঁকে আমাদের সঙ্গে যোগ দিয়ে অনুরোধ করেছিলাম। পরে অজিত পওয়ার এবং শরদ পওয়ার আলাদা করে পুণেতে দেখা করেন। শরদজি অর্ধেক রাজি হয়েও গিয়েছিলেন। কিন্তু উনি শেষ মুহূর্তে বেঁকে বসেন। এটা উনি সবসময় করে থাকেন।” উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময়ে এনসিপিতে গোষ্ঠী কোন্দল চরমে পৌঁছায়।
সদলবলে শরদ পওয়ারের এনসিপি থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেন ভাইপো অজিত পওয়ার। মহারাষ্ট্র মন্ত্রিসভায় যোগ দেন এনসিপির ৯ বিধায়ক। অজিত নিজে উপমুখ্যমন্ত্রী হন। ক্ষুব্ধ শরদ অজিত শিবিরের একাধিক নেতাকে বরখাস্ত করেন। দাবি করেন, আসল এনসিপি তাঁরাই।
বিষয়টি গড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত। শেষ পর্যন্ত এনসিপি ভেঙে যায়। অজিত গোষ্ঠীকে আসল এনসিপি হিসাবে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন।