এবারের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেলেন না বলিউড অভিনেত্রী কিরণ খের।২০১৪ সালের লোকসভা ভোটে চণ্ডীগর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কিরণ। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের পবন বনশাল। তবে শুধুই ২০১৪ নয়, ২০১৯ সালের লোকসভা ভোটেও পবন বনশালকে বিপুল ভোটে হারিয়ে ছিলেন কিরণ খের।
তবে এবার আর কিরণের উপর ভরসা রাখতে পারল না বিজেপি। ক্যানসারে আক্রান্ত কিরণ খের। ২০২১ সালের এপ্রিল মাসে কিরণ খের নিজেই জানান, তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। শোনা যাচ্ছে, তাঁর অসুস্থতরা কথা মাথায় রেখেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
এদিকে টিকিট না মেলায় বিরোধীরা কটাক্ষের সুরে বলে, বারংবার ‘মোদি স্তুতি’ করেও, অনুপম খের তাঁর স্ত্রীকে বিজেপির টিকিট দিতে অসমর্থ।প্রসঙ্গত, প্রথম থেকেই মোদি শিবিরে নিজের নাম লিখিয়ে ফেলেছিলেন কিরণ খেরের স্বামী অনুপম খের।
যখনই সুযোগ পেয়েছেন তখনই মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুপম।স্ত্রী কিরণ খেরের টিকিট না পাওয়ায় কিছুটা হয়তো হতাশ অভিনেতা।তবে এই নিয়ে এখনও কিছু মন্তব্য করেননি অনুপম খের।