বরানগরের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্ট। তাপস রায়ের ছেড়ে যাওয়া ওই আসনে সিপিএমের তরফে লড়বেন প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। এর আগে ২০১৬ সালে উত্তর দমদম থেকে বিধায়ক হন তন্ময়।
এবার তৃণমূলের সায়ন্তিকা-বিজেপির সজল ঘোষদের বিরুদ্ধে বর্ষীয়ান মুখেই আস্থা রাখল সিপিএম।