প্রদীপকুমার সিংহ, সোনারপুর: মা-বাবার কাছে শুনেছি, ক্যান্সার আক্রান্তদের চুল পড়ে যায়। সেই জন্যে আমি ভাবলাম আমার তো বড় বড় চুল আছে, যদি কিছুটা কেটে তাদের সাহায্য করতে পারি। এমনটাই শোনাল সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর।
ক্যান্সার আক্রান্তদের চুল না থাকলে তাদের মন খারাপ হয়ে যায়— এই ভাবনা থেকেই ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করল সোনারপুরের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অস্মিতা দাস ৷ আরও ছোট অবস্থায় চোখের সামনে জেঠুর মাথায় চুল না থাকা দেখে সে বহুবার প্রশ্ন করেছিল, কেন চুল নেই?
ক্যান্সারে আক্রান্ত হয়ে বছর দুয়েক আগে মারা যান জ্যাঠা৷ বাবা ও মায়ের কাছে ছোট অস্মিতা শুনেছিল, ক্যান্সার হলে মাথার চুল সব পড়ে যায়। অস্মিতার মা সুমিতা দাস জানান, ছোটবেলা থেকেই অস্মিতার চুল বড়৷ বারবার কাটার কথা বলা হলেও সে রাজি হচ্ছিল না৷
বাবা ও মায়ের কাছ থেকে ক্যান্সার আক্রান্তদের চুল দান করার বিষয়টি জানতে পারার পর সে চুল দান করতে চায় ৷ যদিও সেই সময় চুল খুব একটা বড় ছিল না অস্মিতার৷ চুল আরও খানিকটা বড় হতেই তা কেটে ফেলে অস্মিতা৷
তারপর সেই চুল ক্যুরিয়ার করে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গলের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে অস্মিতা৷ তার আশা, এই চুল ক্যান্সার আক্রান্তের কাজে লাগবে৷