ফের ধাক্কা খেল আপ।বুধবার দল ছাড়লেন দিল্লির মন্ত্রী রাজ কুমার আনন্দ। দিল্লির সমাজকল্যাণ ও শ্রম মন্ত্রকের দায়িত্ব ছিল রাজের হাতে। কিন্তু লোকসভা নির্বাচনের আগেই আচমকা দল ছাড়লেন তিনি। তবে দল ছাড়ার আগে কেজরিওয়ালকেই তোপ দেগে রাজ বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছিল যে দল, আজ সেই পার্টির সুপ্রিমো দুর্নীতির অভিযোগে জেলবন্দি।
গোটা দলটায় দুর্নীতি ছেয়ে গিয়েছে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, আমার সরকারি পদ ও দল দুটোই ছাড়তে হচ্ছে।” অন্য কোনও দলে যোগ দেবেন কিনা, সেই নিয়ে এখনও কিছু জানাননি দিল্লির সদ্যপ্রাক্তন মন্ত্রী।উল্লেখ্য, গত ৩ নভেম্বর আর্থিক তছরুপের ঘটনায় তদন্ত করতে গিয়েই রাজের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।
তারপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইডির ভয়েই আপ ছেড়ে দিলেন দিল্লির মন্ত্রী? দিনকয়েক আগেই আপ মন্ত্রী অতিশী অভিযোগ এনেছিলেন, বিজেপিতে যোগ না দিলে গ্রেপ্তার করা হবে আপ নেতৃত্বকে। সেই জন্যই কি আর্থিক তছরুপে অভিযুক্ত মন্ত্রী দল ছেড়ে দিলেন ?