ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, ব্রাত্য বসু-সহ তৃণমূলের প্রথম সারির নেতাদের নিয়ে রাজভবনে যান অভিষেক।এর আগে সোমবারও সন্ধেয় তৃণমূলের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে রাজ্যপাল বোসের দুয়ারে গিয়েছিলেন অভিষেক।
এদিন ফের একবার বোসের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে এদিন আবারও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন অভিষেক।অভিষেক বলেন, ‘আমাদের দাবি ছিল সময় নষ্ট না করে রাজ্য সরকারকে যাতে অবিলম্বে অনুমতি দেওয়া হয় যাতে জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ শুরু করা যায়।
অনগোয়িং প্রোজেক্টের ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই। কিন্তু নতুন কোনও কাজ শুরু করতে গেলে, আদর্শ আচরণবিধি চলাকালীন নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে করতে হয়। আমরা সেই মতো আবেদন করেছিলাম। রাজ্যপাল আজ আমাকে বললেন, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তিনি কথা বলতে চেয়েছিলেন।
কিন্তু তিনি কথা বলতে পারেননি। মুখ্য নির্বাচন কমিশনার কেন কথা বলেননি, তা আমি জানি না… হয়ত, বাংলার রাজ্যপাল ফোন করছেন বলে, বাংলার দাবি তুলবেন বলে। মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যপালের সঙ্গে কথা বলছেন না।’ অভিষেক আরও বলেন, কমিশন জানিয়েছে রাজ্য আপাতত নতুন বাড়ি তৈরি করে দিতে পারবে না।
তবে বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে। অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য় ২০ হাজার টাকা অর্থসাহায্য করতে পারবে রাজ্য। একথা তুলে ধরার পরই অভিষেকের প্রশ্ন, এদের বাংলা বিরোধী বলব না তো কি বলব? আগামী পরশু জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেক।
সভার পর ক্ষতিগ্রস্ত ১৬০০ পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি দিল্লিতে যে প্রতিনিধি দল কমিশনের অফিসে গিয়েছিল, তাঁরাও সেখানে উপস্থিত থাকবেন। সবমিলিয়ে জলপাইগুড়ি ইস্যুতে কমিশনকে তুলোধোনা করলেন অভিষেক।