বান্টি মুখার্জি, জীবনতলা: পবিত্র ইদ উৎসবের প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় প্রায় ২০০ জন দুঃস্থকে নতুন বস্ত্র উপহার দিল জীবনতলা থানার অন্তর্গত তাম্বুলদহ ১ পঞ্চায়েতের দক্ষিণ পাতিখালির প্রগতি সংঘ।অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন সরদার, সেলিম সরদার,
মোমিন সাঁপুই, সিরাজ মল্লিক, জিয়ারুল সরদার, সাহেব সাঁপুই, প্রগতি সংঘের সভাপতি আলাউদ্দিন মোল্লা, সম্পাদক সইদুল সরদার সহ বিশিষ্টরা।সম্পাদক সইদুল সরদার জানিয়েছেন, প্রতি বছর পবিত্র ইদের আগে ক্লাবের সদস্যরা চাঁদা দিয়ে নতুন পোশাক এবং ইদের সরঞ্জাম কেনেন।
সেগুলো ইদের প্রাক্কালে দরিদ্র দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। এবছরও তার অন্যথা হয়নি। সকল স্তরের মানুষ যাতে ইদ উৎসবে মেতে ওঠেন, তার জন্য এমন আয়োজন।