ইদে দিদির বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ ভাইয়ের। ঘটনায় আহত আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের জঙ্গিপুরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সানোয়ার শেখ (৩৩) ও তারিকুল শেখ (৩০)। সুতি থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
সম্পর্কে খুড়তুতো ভাই। দু’জনেই পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন্রাজ্যে কাজ করতেন। ইদের উৎসবে পরিবারের সঙ্গে শামিল হতে কয়েক দিন আগেই বাড়ি ফিরেছিলেন তাঁরা।বুধবার সকালে দিদির বাড়ি যাবেন বলে বাইক নিয়ে বের হয়েছিলেন ওই দুই ভাই। সঙ্গে আরও এক জন ছিলেন।
দিদির বাড়ি যাওয়ার সময় সুতির ধলার মোড়ে অন্য একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সানোয়ারদের বাইকটির। অন্য বাইকটিতেও তিন জন আরোহী ছিলেন। গুরুতর আহত হন ছ’জনই। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
সেখানেই সানোয়ার ও তারিকুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চার জনের অবস্থার অবনতি হলে, তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।