পাহাড়ের নিয়োগ দুর্নীতির টাকার একাংশ অরূপ বিশ্বাসের মাধ্যমে কলকাতায় পৌঁছেছে। বুধবার বাগডোগরা উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, ‘পাহাড়ে ৪০০-র বেশি পদে যে নিয়োগ হয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম না মেনে জিটিএ থেকে নিয়োগ করেছে। সরকারি নিয়োগ প্রক্রিয়ার নিয়ম ওখানে মানা হয়নি। এর সঙ্গে সরাসরি অনীক থাপা যুক্ত। এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত।
সাথে অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত। যে বিপুল পরিমান টাকা নিয়োগ দুর্নীতিতে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে।’