Saturday, September 21, 2024
spot_img
spot_img
Homeজেলাবারুইপুরে পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ

বারুইপুরে পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় প্রায় শোনা যেত পুকুর বুজিয়ে নির্মাণ কাজ চলছিল। কিন্তু এখন বারুইপুর পুর এলাকাতেও দেখা যায় একই চিত্র। পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছে বিজেপি। বারুইপুরের ৩ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে একটি রেস্তরাঁ তৈরি হয়েছে বলে বিজেপির অভিযোগ।

বারুইপুরে পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ

এই পাঁচতলা নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বারুইপুর থানায় অভিযোগ জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরকেও বিষয়টি জানানো হয়েছে।ক’দিন আগেই গার্ডেনরিচ এলাকায় নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু হয় বেশ কয়েকজনের। তদন্তে জানা যায়, অনুমতি ছাড়াই অবৈধ নির্মাণ চলছিল ওই এলাকায়।

বারুইপুরে পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ

কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে সরব হন বিরোধীরা। বারুইপুরের ঘটনাতেও পুরসভার গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। সতর্ক না হলে যে কোনও মুহূর্তে গার্ডেনরিচকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেই দাবি তাঁদের।
বিজেপি নেতা তথা বারুইপুর এক নম্বর মণ্ডলের সভাপতি আইনজীবী গৌতম চক্রবর্তী বলেন,

বারুইপুরে পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ

পুকুর বুজিয়ে পাঁচতলা বাড়ি তৈরি করে রেস্তরাঁ নির্মাণ চলছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনকে লিখিত জানিয়েছি। পাশাপাশি বিরোধী দলনেতার মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানানো হয়েছে।৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন মণ্ডলের দাবি, এই নির্মাণ প্রায় ১৫ বছরের পুরনো। আমি তখন কাউন্সিলর ছিলাম না।

বারুইপুরে পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ

এ ব্যাপারে আমার কাছে কোনও অভিযোগও জমা পড়েনি। এত দিন পরে ভোটের মুখে এ ব্যাপারে কেন অভিযোগ উঠছে, তা খতিয়ে দেখা দরকার।বারুইপুরের পুরপ্রধান শক্তি রায়চৌধুরীর কথায়, পুরসভার লোকবল কম। তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হয়। অবৈধ নির্মাণ দেখলেই ব্যবস্থা নেওয়া হয়।

বারুইপুরে পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ

তিনি আরও বলেন, একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা যত শীঘ্রই পারি ব্যবস্থা নেব। বারুইপুরের বিভিন্ন এলাকায় এরকম অবৈধ বাড়ির সন্ধানে আছে পুরসভা। পুরসভা থেকে দোতলা বাড়ির প্ল্যানের অনুমতি নিয়ে তিনতলা করেছে। সেগুলোর দিকে আমরা নজর রাখছি। অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!