বিজেপির বিরুদ্ধে নির্বাচনী যুদ্ধে এবার নয়া স্লোগান তুলল কেজরির দল। ভোটের মুখে তাদের নয়া পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গরাদের পিছনে অরবিন্দ কেজরিওয়ালের ছবি।সঙ্গে লেখা, “জেল কা জবাব ভোট সে।” প্রথমবার অরবিন্দ কেজরিওয়ালের অনুপস্থিতিতে সোমবার নির্বাচনী স্লোগান প্রকাশ করা হয়েছে আপের তরফে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য জামিনে মুক্ত সাংসদ সঞ্জয় সিং-সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। আপের তরফে জানানো হয়েছে, কেজরিওয়ালের অনুপস্থিতিতে আমাদের দায়িত্ব তাঁর মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যেই আমাদের স্লোগান ‘জেলের জবাব ভোটবাক্সে’।সাধারণ মানুষ ভোট দেওয়ার পর আমাদের নেতাদের অন্যায়ভাবে জেলে ভরার জবাব বিজেপি পেয়ে যাবে।এই প্রচার নিয়ে আমরা দিল্লির বাড়িতে বাড়িতে যাব।
সব লড়াইয়ের জবাব আমরা ভোট বাক্সে দেব।এই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বন্ডের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন সদ্য জামিনে মুক্ত সঞ্জয়। তিনি বলেন, “গত ৭ বছরে ১ লক্ষ কোটির লোকসান হয়েছে এমন ৩৩ টি কোম্পানি ৪৫০ কোটি টাকা চাঁদা দিয়েছে বিজেপিকে।
এর মধ্যে ১৭ টি কোম্পানি সরকারকে আয়কর দেয়নি অথবা তাদের কর মুকুব করা হয়েছে। ৬ টি সংস্থা বিজেপিকে ৬০০ কোটি টাকা চাঁদা দিয়েছে। এদের মধ্যে এমন এক সংস্থাও রয়েছে যে মোট লাভেরও ৯৩ গুন বেশি চাঁদা দিয়েছে। ৩ সংস্থা আয়কর দেয়নি অথচ ২৮ কোটি টাকা চাঁদা দিয়েছে বিজেপিকে।”