চিনকে রুখতে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌবাহিনী। হাতে আসছে রাশিয়ায় তৈরি অত্যাধুনিক দুটি রণতরী।সম্প্রতি নৌসেনার চিফ অফ মেটেরিয়েল ডিরেক্টরেটের দল জাহাজ তৈরির কাজ খতিয়ে দেখতে রাশিয়া গিয়েছিল। যা নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নৌসেনার কর্তারা জানান, “তুশীল নামের যুদ্ধজাহাজটির নির্মাণকাজের দ্রুত অগ্রগতি হচ্ছে।
ইতিমধ্যেই প্রথম রণতরীটি জলে নেমে গিয়েছে। রুশ সেনাবাহিনী তাতে নানা রকম পরীক্ষানিরিক্ষা চালাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী আগস্ট ও ডিসেম্বর মাসে সেগুলো আমাদের হাতে আসবে।” জানা গিয়েছে, যুদ্ধজাহাজগুলো নাম দেওয়া হয়েছে আইএনএস তুশীল ও আইএনএস তমাল।
প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তশালী করতে রাশিয়ার সহযোগিতায় আরও দুটি রণতরী তৈরি হচ্ছে দেশের মাটিতে। ভারতের শ্রেষ্ঠ জাহাজ নির্মাণ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম গোয়া শিপইয়ার্ড লিমিটেডে সেই জাহাজ তৈরির কাজও দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় নৌসেনার আধিকারিকেরা।
আশা করা হচ্ছে, শীঘ্রই সেগুলোকে জলে নামিয়ে পরীক্ষানিরিক্ষা শুরু হবে। তারপর ২০২৬ সালের মধ্যে ওই দুটি জাহাজও নৌসেনার বহরে যুক্ত হয়ে যাবে।