২০২১ সালের বিধানসভা ভোটের আগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার বেশ মন জয় করেছে বাংলার মহিলাদের। এই আবহে এবার ভোট প্রচারে নেমে কংগ্রেস প্রার্থী দাবি করলেন, কেন্দ্রে যদি তাঁদের সরকার আসে, তাহলে মাসে মাসে ১ হাজার টাকা নয়, বরং ১০ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের।
লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় আনা হবে মহালক্ষ্মী ভাণ্ডার।বীরভূমের সাঁইথিয়া ভোট প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ দাবি করেন, যদি লোকসভা নির্বাচনে জিতে কংগ্রেস কেন্দ্রে সরকার গঠন করে, তাহলে বাংলার মহিলাদের মাসে মাসে ১০ হাজার টাকা করে দেওয়ার জন্যে মহালক্ষ্মীর ভাণ্ডার চালু করা হবে।
মিল্টন বলেন, ‘আপনারা সবাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন। আপনারা যাতে এই লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১০ হাজার টাকা করে পান, তার জন্য ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আমাদের রাজ্যের মা-বোনেদের মাসে মাসে ১ হাজার টাকা নয়, বরং ১০ হাজার টাকা করে দিতে হবে।
এটাই কংগ্রেস এবং বামফ্রন্টের দাবি। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন অসুবিধে নেই। আমাদের মুখ্যমন্ত্রী তা বন্ধ করবেন না। যদি আমাদের ইন্ডিয়া সরকার যদি ক্ষমতায় আসে। যদি মোদী সরকারকে তাড়াতে পারি, যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে পারি,
তাহলে ভারতবর্ষের সব মা-বোনেরা বছরে ১ লাখ টাকা করে পাবেন।’ কংগ্রেস প্রার্থীর এহেন মন্তব্যকে কটাক্ষ করছেন তৃণমূল ও বিজেপি নেতৃত্ব।