গার্ডেনরিচ কাণ্ডের পরও কলকাতায় একাধিক জায়গায় বিল্ডিংয়ের অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এই আবহে এবার বড় পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর হতে চলেছে পুরসভা। রিপোর্ট অনুযায়ী, এবার থেকে এক কাঠা জমির ওপরে বাড়ি তুললেও বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেবে পুরসভা।
এর আগে এক-দেড় কাঠার ছোট জমিতে কোনও নির্মাণের প্ল্যানে অনুমোদনের বালাই ছিল না।এই নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘এবার থেকে এক কাঠা জমিতেও বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেবে কলকাতা পুরসভা। যতটুকু জমি, তা বুঝে ছাড় দিয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট দেখে নিয়ে অনুমোদন দেওয়া হবে নির্মাণের।’
অবশ্য ছোট জমিতে কেউ কিছু নির্মাণ করলে তা বেশিরভাগ ক্ষেত্রেই কোনও গরিব মানুষের ঘর হতে পারে। সেই ক্ষেত্রে অনুমোদন ফি খুব যৎসমান্য নেওয়া হবে বলে জানান মেয়র।