‘গোমাংস ভক্ষণকারী’ কটাক্ষ শুনতেই কংগ্রেসকে পালটা তোপ দাগলেন কঙ্গনা রানাউত।হিমাচল প্রদেশের মাণ্ডির তারকা পদ্মপ্রার্থী সাফ জানালেন, “গোমাংস কেন আমি কোনওরকম রেড মিট পর্যন্ত খাই না। আমার সম্পর্কে ভিত্তিহীন গুজব রটানো হচ্ছে। ভীষণ লজ্জার!” এরপরই ইনস্টা স্টোরিতে নবাগতা নেত্রী-অভিনেত্রীর মন্তব্য,
“আমি বহু বছর ধরে যোগ এবং আয়ুর্বেদিক জীবনযাপন করে আসছি। এসবের হয়ে প্রচারও করেছি। এই ধরনের কৌশল আমার ভাবমূর্তি নষ্ট করবে না। আমার কাছের মানুষেরা জানেন যে আমি একজন গর্বিত হিন্দু এবং আমাকে কোনও কিছুই বিচলিত করতে পারবে না। জয় শ্রীরাম।” দিন কয়েক আগের কথা।
কঙ্গনার এক পুরনো মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা বিজয় ওয়াড়েত্তিয়ার। তাঁর দাবি, “কঙ্গনা নিজেই গোমাংস খাওয়ার কথা বলেছিলেন। এমনকী এই মাংস তিনি পছন্দও করেন।” ওদিকে আরেক কং নেতা বিক্রমাদিত্য তারকা বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে বলেন, “হিমাচল দেবদেবীদের পবিত্র স্থান।
দেবভূমি বলা হয়। এখানে গোমাংস ভক্ষণকারীরা ভোটে লড়ছেন। এটা কিন্তু হিন্দু সংস্কৃতির জন্য ভীষণ উদ্বেগের। যার রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই সেও টিকিট পাচ্ছে।” এরপরই রণংদেহি মেজাজে কংগ্রেসকে পালটা দিলেন কঙ্গনা রানাউত। ।