সানওয়ার হোসেন, কুলপি : কুলপি বিধানসভার ১১৭ নং জাতীয় সড়কে প্রায় হাজারের অধিক মহিলারা (লক্ষীর ভান্ডার প্রাপক) মিছিল করেন। কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের নেতৃত্বে রবিবার বিকেলে এই মিছিলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার সহ জেলা মহিলা নেত্রী পূর্ণিমা হাজারী,
কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার, যুব সভাপতি সামসুর আলম মীর এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি উপস্থিত ছিলেন।লক্ষীর ভান্ডার প্রাপক মহিলারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করলেন কুল্পিতে মিছিলের মাধ্যমে।এদিন জাতীয় সড়কের উপর মিছিল শেষে কুলপি মোড়ে প্রার্থী বাপি হালদারের সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়।
সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, বাংলার প্রতি বিজেপি সরকারের বঞ্চনা ও বিরোধীদলের কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে যেমন আমরা লড়াই করছি পাশাপাশি বাংলার মহিলারাও এগিয়ে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার প্রকল্পে অত্যন্ত উপকৃত বাংলার মহিলারা। পাশাপাশি লক্ষীর ভান্ডারের টাকা বাড়ানোর কথা বলেছিলেন, বাড়িয়েও দেওয়া হয়েছে।
আর তাতেই আমার বিধানসভার মহিলারা উপকৃত হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চেয়েছেন। তাদের সেই বার্তা জানান দেওয়ার জন্য আজকের এই সভা।সভা শেষে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী যুব নেতা বাপি হালদার জানান, এটা মায়েদের আবেগ উদ্দীপনা। বাংলার মায়েরা রাস্তায় নেমে এসেছে দিদিকে ধন্যবাদ জানাতে।
বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন ১ এপ্রিলের মধ্যে লক্ষীর ভান্ডার প্রকল্পে যারা ৫০০ করে পেতেন তারা পাবেন হাজার টাকা এবং যারা হাজার টাকা করে পেতেন তারা পাবে ১২০০ টাকা। মুখ্যমন্ত্রী তার কথা রেখেছেন। লক্ষীর ভান্ডার প্রাপকরা সমবেত হয়ে বাংলার যে ঐতিহ্য কৃষ্টি পরম্পরা ঢাকের তালে পথে নেবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন। আমাদেরকে তারা আবেদন করেছিল সঙ্গ দিতে।