শনিবার ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলার হওয়ার পর থেকেই রাজনৈতিক চর্চা তুঙ্গে। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও।কুণাল ঘোষের দাবি, “২৬ মার্চ ২০২৪ এনআইএ-এর এসপি ধনরাম সিং-এর কলকাতার বাড়িতে যান বিজেপি নেতৃত্ব।
তাঁরা লিস্ট দিয়ে দেন কোন-কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে তৃণমূলের বুথ কর্মীদের তুলে আনবে। ২৬ মার্চ ৬.৩০ নাগাদ এনআইএ-এর এসপি ধনরাম সিং-এর নিউটাউনের বাড়িতে পৌঁছন জিতেন্দ্র তিওয়ারি।” কুণাল বলেন, “ভোট ঘোষণার পর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ-র এসপির বাড়ি গিয়েছেন।
৭টা ২২ মিনিট পর্যন্ত ছিলেন। ওই বাড়ির দলিল লিজে নেওয়া। সেখানে মালিকের সঙ্গে বাড়ির বাসিন্দা হিসাবে সই করছেন তিনি ধনরাম সিং। স্পষ্ট ভাবে অভিযোগ করছি, একটি সাদা প্যাকেটে প্রচুর অর্থের লেনদেন হয়েছে। অবিলম্বে ধনরাম সিং-এর বিরুদ্ধে তদন্ত হোক।”
এই দাবি তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও এই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।এক সাক্ষাৎকারে জিতেন্দ্র বলেন, “অভিযোগ ওঁরা করতেই পারেন। কিন্তু আমি শুনেছি, আমার বিরুদ্ধে বেশ কিছু মানহানিকর মন্তব্য করেছেন ওঁরা।
আমি ওঁদের সাত দিন সময় দিচ্ছি। সাত দিনের মধ্যে আমাকে নিয়ে আপত্তিজনক যে সমস্ত কথা বলেছেন, তা ওঁরা প্রত্যাহার করুন। তা না হলে আইনি নোটিস পাঠিয়ে তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করব। আদালতে প্রমাণ হবে, কোনটা সত্য।”